রংপুরের পীরগাছায় কৈকুড়ী সংস্কৃতি সংসদের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কৈকুড়ী সংস্কৃতি সংসদের দপ্তর সম্পাদক নাইম ইসলাম নয়নের সঞ্চালনায় ও কৈকুড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান তালুকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কৈকুড়ী সংস্কৃতি সংসদের উপদেষ্টা রেজাউল তালুকদার মোস্তফা, কৈকুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জরিফ উদ্দিন, কৈকুড়ী সংস্কৃতি সংসদের সভাপতি মানিক মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ। সহযোগী পার্টনার ছিলেন নব ভাবনা।