হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয় তাদের। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান লাভলু মিয়ার সভাপতিত্বে ও ইনস্ট্রাক্টর শাহজাহান সিরাজের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, কোন শিক্ষিত মানুষ কোনদিন বসে থাকেনা, কোনদিন বেকার থাকতে পারেনা। কোনদিন তার কোন কাজের অভাব হয়না। শিক্ষিত মানুষ কখনো দরিদ্র হতে পারেনা। পৃথিবী যত স্বার্থক মানুষ, সফল মানুষ তারা প্রত্যেকে ছিল শিক্ষিত, কষ্টসহিষ্ণু। জীবনে তাদের নিরলস প্রচেষ্টায় শুধু তাদেরকে পৃথিবীতে সফল মানুষ হিসেবে ইতিহাসে নাম লেখা হয়েছে। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর চেম্বার অব কর্মাসের পরিচালক হাসান মাহবুব আখতার লোটন, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, সাকসেস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম, শিক্ষার্থী সিজান মাহমুদ মাহিম ও জাহারাতুল ফেরদৌস জিয়ানা। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে