আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রংপুরের মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হেলথ ক্যাম্প ও ‘বেগম রোকেয়া স্মৃতি স্বাস্থ্য সেবা কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুর (পায়রাবন্দ) নামক স্থানে স্বাস্থ্য সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
এতে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল ও মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান প্রমুখ। এসময় মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হেলথ ক্যাম্পে অনেক উপকারভোগী বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
মঙ্গলদ্বীপ সামাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে নবপ্রতিষ্ঠিত ‘বেগম রোকেয়া স্মৃতি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি’। পাশাপাশি গরীব ও অসহায় নারীদের স্বাস্থ্য সেবাসহ গর্ভবতী মা ও শিশু পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সংস্থাটি।
১ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ২৬ মিনিট আগে