রংপুরের মিঠাপুকুর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়নের ৩২টি ভেন্যুতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ও দ্বিতীয় প্রতিযোগিরা সমাপনীতে অংশগ্রহন করেন।
শনিবার সকালে উপজেলার মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরন করেন।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী ভূমি কমিশনার এক্সিকিউট ম্যাজিট্রেট রুহুল আমিনের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য এবং রংপুর-২৩,মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার।এছাড়াও আরোও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা ভাইচ চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার,মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত লিমন সহ প্রমূখ।
মিঠাপুকুর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় যারা প্রথম ও দ্বিতীয় হবে তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবেন।