অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলার মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি মেহেদী হাসান রিপুল, সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকা মিঠাপুকুর প্রতিনিধি শামীম রানা, যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রুবেল ইসলাম, প্রচার সম্পাদক ও দৈনিক গণজাগরণ পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রতন বাবু, সিনিয়র সদস্য ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার রংপুর ব্যুরো প্রধান শহিদুল ইসলাম ও সদস্য ও দ্যা নিউজ প্লাস ক্যামেরা পার্সন রায়হান কবির সহ প্রমূখ।
এ সময় মিঠাপুকুর উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিনম্র শ্রদ্ধা নিমেদন করেন।
১ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ২৮ মিনিট আগে