শেরপুরে শহীদ গোলাম মোস্তফা তালুকদার -এর ৫১ তম শাহাদাত বার্ষিকী এবং শহীদ মোস্তফা পাঠাগার -এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তাফা পাঠাগার আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস। শহীদ ছাত্রনেতা গোলাম মোস্তফা তালুকদার সহ মুক্তিযোদ্ধের সকল শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।শেরপুরের বিশিষ্ট কবি রবিন পারভেজ-এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্টরস কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির আক্তারুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার এর পরিচালক মোশাররফ হোসেন তালুকদার, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, সাংবাদিক আব্দুর রহিম বাদল, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক রীতেশ কর্মকার, সিপিবি শেরপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ, মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আন্জুমান আরা যুথি, মৎসজীবী লীগ এর সভাপতি দন্ত চিকিৎসক আব্দুস সালাম, সাংস্কৃতিক ও পরিবেশ সংর¶ণ কর্মী দেবদাস চন্দ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শেরপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সামসুদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সহ-সভাপতি এস এম আবু হান্নান এবং শ্রমিক নেতা এরশাদ আলী প্রমুখ। সভায় বক্তরা মহান মুক্তিযুদ্ধের চার মুলনীতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলে সাম্প্রদায়িক গোষ্ঠী ও স্বাধীনতা বিরোধীদের নির্মূল করার আহবান জানান। সভায় উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক তপন সারোয়ার গণসংগীত পরিবেশন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ২৪ আগস্ট আল বদর কমান্ডার যুদ্ধাপরাধী কামারুজ্জামান ছাত্র নেতা গোলাম মোস্তফাকে ধরে নিয়ে গিয়ে শেরপুর শহরের শেরী ব্রিজে গুলি করে হত্যা করে।
২ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ২২ মিনিট আগে