“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারউল্ল্যাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম বলেন, কেউ একা কোন এলাকাকে অপরাধমুক্ত করতে পারবে না, তাই সমাজকে অপরাধমুক্ত করতে হলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়াও তিনি আরো বলেন- পুলিশ জনতার বন্ধু, তাই আসুন আমরা পুলিশ এবং জনতা এক হয়ে কাজ করার মাধ্যমে সমাজকে অপরাধ মুক্ত করি। সমাবেশে সর্বস্তরের নাগরিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে