শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাদশার বাড়ি হতে পূর্ব দিকে হালিমের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ, যার ব্যয় মূল্য ৫৮ লাখ ৩৩ হাজার টাকা। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ কাজের লটারী অনুষ্ঠিত হয়। এ কাজের বিপরীতে ১৬১ জন ঠিকাদার অংশগ্রহণ করে। তন্মধ্যে লটারীতে নির্বাচিত হন মেসার্স রৌহান বিল্ডার্স, নকলা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সার্বিক তত্ত্বাবধানে লটারী পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণকারী ঠিকাদারগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। লটারী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, নির্বাচিত ঠিকাদারকে কাজটির গুণগত মান বজায় রেখে করতে হবে। অন্যের নিকট কাজ বিক্রি করা যাবে না। সেই সাথে প্রকল্পের কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকসহ উপস্থিত সকলকে জানানো হয়।
১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে