সাড়ে সাত বছর পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক পদে ছানুয়ার হোসেন ছানু এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভার্চুয়াল বক্তব্যে পুরাতন কমিটি বাতিল করে নতুন কমিটির ওই তিনজনের নাম ঘোষণা করেন। এদিকে, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এবং ছানুয়ার হোসেন ছানুর নাম ঘোষণার সাথে সাথে অনুষ্ঠানস্থলে তার সমর্থক নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। অপরদিকে, চন্দন কুমার পালের সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্নভাবে আমরা জেনেছি আগামী বছরের শেষ দিকে কিংবা তার পরের বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য স্বাধীনতাবিরোধী, আল-বদর-রাজাকাররা বিএনপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে দলের নেতৃত্ব আরো সুদৃঢ় হবে, সক্ষমতা বাড়বে এবং দল শক্তিশালী হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশে সন্ত্রাস শুরু করেছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আবারো আগ্রাসন-সন্ত্রাস করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ দেশ গঠন করেছে। গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছে। কোনক্রমেই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না। পরে তিনি নতুন কমিটির নাম ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এতে অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ছানুয়ার হোসেন ছানু, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ মে শেরপুর পৌরপার্কে জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
১ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে