শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক আবুল হাশেম, জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্যরা। এছাড়াও জয়িতাদের মধ্যে জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন, নাছিমা, তাহমিমা, রাহেলা, জোসনা ও রেনিতা নকরেক। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী নেত্রী, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে ২০২২-২০২৩ সনে যে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয় এরা হলো অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নাছিমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী রেনিতা নকরেক, সফল জননী হিসেবে রাহেলা বেওয়া, সমাজ উন্নয়নে অবদান কারী জোসনা বেগম, নির্যাতিত হিসেবে তাহমিমা। ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে নির্বাচিত করা হয়। সভায় নির্বাচিত জয়িতাদেরকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলের মাঝে বিস্তারিত বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে