“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে মেইন রোডে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি দমন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্যরা। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।
১ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে