সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী থেকে ৪ লক্ষ ৫৬ হাজার জাল টাকা, জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ চক্রের মুলহোতা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যলয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ক্রাইম এন্ড অপস্ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান ১০ মে (বুধবার) সকাল ১০.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় তার নিকট থেকে জাল টাকা ছাপানোর মুলহোতা মোঃ কালাচানের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (২১) কে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে চার লক্ষ ছাপান্ন হাজার টাকার জাল নোট সহ টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, প্রায় দেড় বছর যাবত আসামী তার নিজ বসতবাড়িতে জাল টাকার বিভিন্ন ধরণের নোট তৈরি করে পার্শ্ববর্তী টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে জাল নোট বিক্রি করিতো। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আসামী ০২ (দুই) কোটি টাকার জাল নোট ছাপানোর মিশন গ্রহণ করেছিলো। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে