দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে। এখানে সব প্রার্থী তাদের ভোটার ও সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন।
ড. জান্নাত আরা হেনরী আরও বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। পাশাপাশি সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনের মানুষের সুখে দুঃখে আমি সবসময় পাশে ছিলাম আছি থাকবো। তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদী।
২ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে