দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড.জান্নাত আরা হেনরী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকেই নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জান্নাত আরা হেনরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড.জান্নাত আরা হেনরী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নিজ বাসভবনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু সদস্য জুয়েল খাঁ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ
এ সময় জান্নাত আরা হেনরী বলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ।
একই সঙ্গে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।
উল্ল্যেখ্য, সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত ড. জান্নাত আরা হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৫৮০ ভোট পেয়েছেন।
৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে