বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। এসময় বক্তারা গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার বন্ধের আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি শহরের পৌর ভাসানী মিলনায়তন থেকে শুরু করে এসএস রোড হয়ে বাজার স্টেশনে (পৌর মুক্ত মঞ্চের সামনে রাস্তার উপরে) এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়ে শেষ হয়।
উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ কলেজ শাখার ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম রাফি, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি প্রার্থী জুয়েল রানা, রোমান, প্রমুখ, বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
৪ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে