ইসরাইলি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে-বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ‎হ্নীলায় পাহাড় হতে উদ্ধারকৃত গলিত যুবকের দাফন সম্পন্ন ; স্বজনেরা প্রকৃত খুনীদের বিচার চায়। সাতক্ষীরার পোস্ট অফিস টু পুরাতন সাতক্ষীরা পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন। রাজবাড়ীতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে প্রেরণ। ইসলামপুরে এসএসসি পরীক্ষারকেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে ৩ শিক্ষককে অব্যাহতি ৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি প্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর বিক্ষোভ ও মানববন্ধন ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত পরিবারের সাপোর্টে একটি মেয়ে খুব সহজেই সফল হতে পারে স্বামীর সহযোগিতায় যার প্রমাণ দিলেন শিল্পী বিশ্বাস সাতক্ষীরায় ছাত্রদল বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের পানি, স্যালাইন ও কলম বিতরণ ঝিনাইগাতীর বাকাকুড়া কারিতাস অফিসে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরা শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শার্শায় পরিত্যক্ত দেশীয় দু'টি পাইপগান উদ্ধার শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ৭২টি বকনা গরু বিতরণ সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হ'ত্যা, মূলহোতা গ্রেপ্তার গাজার বুকে নিরিহ মুসলিম ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে একখণ্ড নাগেশ্বরী ইয়ুথ সোসাইটি। মেলায় নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাটকীয়ভাবে হত্যা

ফের ইউনূস সরকারকে খোঁচা দিল শাওন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2025 02:10:40 pm

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক হয়েছিলেন গত ৬ ফেব্রুয়ারি। পরদিন ছাড়াও পেয়েছেন। মাস গড়ানোর পর ফের সরকারকে কোচা দিলেন এ অভিনেত্রী। লিখেছেন ভাতরীয় গণমাধ্যম আননন্দ বাজারে। এমন দমবন্ধ করা, সব কিছু অবরুদ্ধ করা পহেলা বৈশাখ দেখিনি, কখনও দেখব বলে আশাও করিনি বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী, আইন উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।


আনন্দবাজার অনলাইনে বৈশাখ নিয়ে শাওন লেখেন, ‘আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল, ছায়ানটের গান। ছোটবেলায় সব সময় যেতাম সেখানে। ছায়ানটের গান দিয়ে শুরু হত দিন। সকলে মিলে রাস্তায় বেরাতাম রং-বেরঙের মুখোশ কিনতাম, যে দিকে তাকাতাম সেদিকেই লাল-সাদা। মনে হত গোটা বাংলাদেশটা ঝলমল করছে। তেমন একটা ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদ্‌যাপনটা এমন হয়ে যাবে, সেটা ভাবিনি।’


অভিনেত্রী লেখেন, ‘এ বারের পহেলা বৈশাখ অন্য বারের তুলনায় একেবারেই আলাদা। প্রতি বছর আমার দেশে যে ভাবে এই উৎসবটা পালিত হত, সে ভাবে আর হবে না, খুবই অপ্রত্যাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা নববর্ষে ঢাকায় যে শোভাযাত্রা বার হয়, সেটারও নাম বদল হয়েছে। ‘মঙ্গল শোভাযাত্রা’র সঙ্গেই পরিচিত আমরা। যদিও এ বছর সেটা ‘আনন্দ শোভাযাত্রা’ বলেই পরিচত হবে। তবে নাম বদলের নেপথ্যে যে রাজনীতির ভূমিকা আছে, তা আঁচ করতে পারি। কিন্তু রাজনৈতিক কারণে নামবদল হলেই যে আনন্দ নষ্ট হবে, সেটা কিন্তু মনে করতাম না। কিন্তু যখনই দেখলাম, প্রতি বছর আমাদের যে শোভাযাত্রা হয় সেটা চারুকলা বিভাগের ছাত্রেরা আয়োজন করে। কিন্তু এবার ব্যাপারটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। এর মধ্যে সরকারের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। আসলে সংস্কৃতি কিংবা ঐতিহ্য উদ্‌যাপনে সরকারের হস্তক্ষেপ আমরা আশা করি না। সরকারের এই হস্তক্ষেপের কারণে প্রতি বার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, সেটা এবার হবে না বলেই আমার ধারণা। আমি প্রতি বছর সশরীরে শোভযাত্রায় থাকতে না পারলেও অন্তত টেলিভিশনের পর্দায়, কিংবা সমাজমাধ্যমে সবটা দেখতাম। জানি না, এবার তেমন কিছু হবে কি না! তবে এ বছর উদ্‌যাপন স্বতঃস্ফূর্ত না হলে বিষয়টা একজন বাঙালি হিসেবে ও শিল্পী হিসেবে দুঃখজনক। আমি নিজে শিল্পী। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের শিল্পী জগৎ ও সংস্কৃতিমনস্কদের নিয়ে নিজেই কেমন সন্দিহান হয়ে গিয়েছি।’


শাওন লেখেন, ‘সংস্কৃতি জগতের বহু নামীদামি মানুষকেই দেখলাম এই পটপরিবর্তনের সঙ্গে নিজেরাও বদলে গিয়েছেন। একটা কথা উল্লেখ করতে হয়, সম্প্রতি আমাদের এখানে মহিলা সমিতিতে ‘শেষের কবিতা’ নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। কিন্তু শুনলাম, জনতার প্রতিবাদের মুখে নাকি সেটা করা সম্ভব হয়নি। একদল মানুষ যেখানে নাটক মঞ্চায়ন রুখতে তৎপর, সে ক্ষেত্রে আমার প্রশ্ন- আমাদের সাংস্কৃতিক জগতের অনেকেই আছেন যারা বর্তমান সরকারের সঙ্গে যুক্ত, তারা কেন কিছু দেখছেন না? তারা কি দেখেও না দেখার ভান করছেন? আসলে সব থেকে মনখারাপের জায়গা হল, একজন শিল্পী হয়ে অন্য শিল্পীর জন্য একাত্ম হতে আর দেখছি না। হয়তো বলতে দেওয়া হচ্ছে না। আসলে বলতে গেলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আজকাল আমিও খুব বেশি কিছু বলি না।’


তিনি আরও লেখেন, ‘চারপাশে নাম বদল নিয়ে এখন নানা কথা শুনছি। তবে এর বীজটা মনে হয় আগে থেকেই রোপণ করা হয়ে গিয়েছিল। আসলে এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে। ‘আনন্দ’ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজতে পারেন। আমার ধারণা, একটা বিশেষ শ্রেণিকে তুষ্ট করতেই এই নাম বদল। কারণ তারা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটা পছন্দ করে না। তাঁরা অনেক দিন ধরেই চাইছিলেন, এই বদলটা হোক। রাজনৈতিক পটভূমি বদলালে কিছু না কিছু রদবদল হয়ই। কিন্তু আমরা যা ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে।’


তিনি লেখেন, ‘অনেকেই হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে একটা বিভাজন লক্ষ করতে পারবেন। আগে এখানে বাঙালি সত্তা প্রবল পরিমাণে ছিল, কিন্তু এখন অবশ্য একটা বিভাজন খুবই স্পষ্ট।’


অভিনেত্রী লেখেন, ‘যদিও এত কিছুর মধ্যে আমি নিজের পরিবার ও কিছু প্রিয় মানুষকে নিয়ে উৎসব উদ্‌যাপন করব। সবটাই বাড়িতে। যে কোনো উৎসবের সঙ্গে খাওয়া-দাওয়া ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে। তবে ইলিশ-পান্তা খাবার পক্ষপাতী নই সে ভাবে। বরং অনেক ধরনের ভর্তা ও দেশীয় মাছ খেতে ভালবাসি। আসলে এই দিনটাতে ঘরটাকেও সে ভাবে সাজাব। নিজের ও ঘরের মধ্যে সেই দেশীয় সাজকেই অগ্রাধিকার দিয়ে থাকি।

আরও খবর

67fcc3001f577-140425021040.webp
ফের ইউনূস সরকারকে খোঁচা দিল শাওন

১ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে


67f8d0e488b0b-110425022052.webp
কারাগারে অভিনেত্রী মেঘনা আলম

৪ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে


67f70635a6368-100425054349.webp
কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

৫ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে


67dd5185d5882-210325054613.webp
অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

২৫ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে


67db90273dd30-200325094855.webp
আসছে ‘জংলি’, পেছাল ‘পিনিক’

২৬ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে


67da57d86c1e0-190325113624.webp
পুরস্কার পেয়ে ভীষণ খুশি জয়া

২৭ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে


67bc65a049731-240225062712.webp
১৩ বছর পর আজ আমরা এখানে

৫০ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে