দুর্যোগ ঝুঁকি হ্রাসে সিরাজগঞ্জ জেলায় আগাম প্রস্তুতিমূলক আর্লি এ্যাকশন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৭ ফেরুয়ারি, ২০২৪) জেলা প্রশাসকের কার্যালয় শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা ত্রান পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান৷ এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, সিরাজগঞ্জ একটি দুর্যোগ কবলিত জেলা প্রায় প্রতিবছরই বন্যা ও নদীভাঙ্গনে আক্রান্ত হয়। এ জন্য আগাম প্রস্তুতিমূলক কার্র্যক্রম দুর্যোগে ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে এবং জনগণের সম্পদের ঝুঁকি কমাতে সাহায্য করবে। তিনি কর্মএলাকার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়ন করতে পরামর্শ প্রদান করেন এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মানব মুক্তি সংস্থা (এমএমএস) ও আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান স্টার্ট নেটওয়ার্ক-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় জেলা পর্যায়ে অন্যান্য কর্মকর্তা ও মানব মুক্তি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে