আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর
স্বৈরাচার হাসিনার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রেক্ষিতে সিরাজগঞ্জ ছাত্র জনতার মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল হয়েছে।
২৪অক্টোবর২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে শহরের এস এস রোডের মাহবুব প্লাজার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্দেগে মিষ্টি বিতরণ করা হয় শহরের সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে পরে মাহবুব প্লাজার সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বাজার স্টেশনে শেষ হয়।
সে সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষ্যমবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ইসান সহ আরো অনেকেই।
শিক্ষার্থীরা বলেন স্বৈরাচার হাসিনার আমলে যে ছাত্রলীগ তৈরি হয়েছিলো তাদের নিষিদ্ধ করা হয়েছে এর জন্য দেশ থেকে আরেক সন্ত্রাসীদলের থেকে জনগণ মুক্তি পেলো। শিক্ষার্থীরা আরো বলেন প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। শুধু ছাত্রলীগই নয়, আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদের কবর রচনা করতে হবে এবং আজ আমাদের জীবনের অন্যতম আনন্দের একটা দিন। ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলো না। এই ছাত্রলীগ ১৫ জুলাই আমাদের ওপর হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই ছাত্রলীগের মত সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার জন্য।’
৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
১০ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে