ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নবাসী আজ রবিবার সকাল ৯ ঘটিকা দিকে দামোধরতপী মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্ট থেকে দামোধরতপী পয়েন্ট এসে শেষ । বিক্ষোভ মিছিলে প্রত্যেকের কন্ঠে উচ্চারিত হয়, ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। লতিফিয়া উলামা পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম রেদুয়ান -এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পূর্ব পাগলা লতিফিয়া উলামা পরিষদের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা কবি তাজউদ্দীন আহমদ তাজুদ। শান্তিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, পূর্ব পাগলা আল-ইসলাহের সাধারণ সম্পাদক ক্বারী হাফিজুর রহমান, দামোধরতপী মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ফরিদ উদ্দিন,চুরখাই জামে মসজিদের ইমাম তাজউদ্দীন আহমদ প্রমুখ।
এসময় বলেন, ‘ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি।ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।’
বিক্ষোভ মিছিলে উপস্তিত ছিলেন, সম্মানিত আসাতিযায়ে কেরামগন ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মুসলিম উম্মাহ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
২১ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৮ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৭ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে