সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৬০ বস্তা ভারতীয় চিনি ও ১টি মিনি ট্রাকসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে। গতকাল রবিবার (৩ ডিসেম্বর ২০২৩ খ্রি.) সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ইছগাঁও গ্রামস্থ জগন্নাথপুর থেকে রানীগঞ্জগামী রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত হবিগঞ্জ চুনারুঘাট থানার শনখলা গ্রামের ছবর উল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবিব (২৯) এবং চাঁদপুর হাজীগঞ্জ থানার রাজারগাঁও গ্রামের আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে মোঃ নাজমুল (২৮) দ্বয়কে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ১টি মিনি ট্রাক তল্লাশি করে ৮ হাজার কেজি (১৬০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২১ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৮ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৭ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে