টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আব্দুল জলিল মন্ডল (৪২) খুন হয়েছেন। কেরাম খেলা নিয়ে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। শনিবার (১৫ এপ্রিল) ইফতারের আগমুহুর্তে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিনদারা বাজারে।
স্থানীয় বাসিন্দারা জানান, শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে কেরাম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সাথে তাদের মামা আব্দুল জলিল মন্ডলের বিরোধ বাধে। এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয়। এ সময় ভাগ্নে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন । বিষয়টি আপোস মীমাংসার জন্য আলোচনা চলমান।
তারা আরো জানায়, শনিবার ইফতারের পূর্বমুহুর্তে আব্দুল জলিল মন্ডল হরিনদারা বাজারে মোটরসাইকেলে পেট্রল তুলছিলেন। এ সময় তার দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে আব্দুল জলিল মন্ডলের উপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে আব্দুল জলিল মন্ডল তাৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, আব্দুল জলিল মন্ডল খুন হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
১ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে