টাঙ্গাইলের মধুপুরে ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া তারা ফিলিং স্টেশনের সংলগ্নে ব্যাটারী চালিত ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ ও আহত ২।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান ১০ জুন শনিবার রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক মধুপুর উপজেলার রক্তিপাড়া গ্রামের মৃত কাইঞ্চা শেখের ছেলে আ. ছোবাহান (৭০)। আহত মোটরসাইকেলর চালক মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে বিপ্লব (২২), ঘাটাইল উপজেলার টিলা বাজার গ্রামের মেয়ে সহযাত্রী আনজুম (২০)।
মধুপুর থানা পুলিশ জানায় ব্যাটারী চালিত ভ্যান চালক রক্তিপাড়া যাত্রী নামিয়ে ভ্যান ঘুরিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রæতগতিতে মোটরসাইকেলটি সজোরে ভ্যানটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় এবং ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর ২ জন আহত হয়।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ দিয়ে সূত্রে জানা যায়, আহত বিপ্লব ও আনজুমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে