"মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত "এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে উপজেলা পুষ্টি কমিটির আলোচনা সভা ও উদ্ভোধনী অনুষ্ঠান করেছে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
১২ জুন সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
সাইদুর রহমানের সঞ্চালনায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু,
আবাসিক চিকিৎসা কর্মকর্তা হেলাল উদ্দিন, গাইনী কনসালটেন্ট গোলসানা আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মধুপুর থানার প্রতিনিধি এসআই আপেল মাহমুদ প্রমুখ।
সভায় জাতীয় পুষ্টি সপ্তাহের বি়ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা পুষ্টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।