টাঙ্গাইলের ঘাটাইলে ৩ বছরের এক ভাগ্নীকে হত্যা করে পানির ট্যাংকিতে ফেলে রেখে পালানোর সময় ধরা পরেছে সৎ মামা সুমন মিয়া। ২৩ জুন শুক্রবার দুপুরে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ চাকপাড়া গ্রামের মামা সুমনের বাড়ির পানির ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটির নাম তুলি আক্তার (৩)।
নিহতের বাবা সোহেল ও তার পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তুলিকে তার নানী মরিয়ম বেগম নিজের বাড়িতে রাখার কথা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তুলির মামা সুমন তার বোন জামাই সুমনকে (তুলির বাবাকে) ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। যদি ৫০ হাজার টাকা না দেয় তা হলে তার মেয়েকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
কিছুক্ষণ পরেই সুমনের বাবা মামুন মিয়া তুলির বাবাকে কল দিয়ে তাদের বাড়িতে যেতে বলে। তুলির বাবা সোহেল মিয়াকে তার স্ত্রী যেতে বাঁধা দেওয়ার কথাও জানা গিয়েছে। পরদিন শুক্রবার সকালে তুলিকে খুজতে তার বাবা-মা তুলির মামার বাড়ি যায়।
এসময় তুলির মামা ও পরিবারের অন্যান্য লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্বজন ও এলাকাবাসী তুলির নানী মরিয়ম এবং সুমন মিয়ার স্ত্রী সুমাইয়াকে আটক করে। পরে পুলিশের সহায়তায় ঘাতক সুমন মিয়াকে ঘাটাইল থেকে আটক করে থানা পুলিশ। সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পানির ট্যাংকি থেকে তুলির লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। এ ঘটনায় এলাকার উৎসুক জনতা সুমন মিয়ার বাড়ির আসবাবপত্র এবং সুমনের বাবার মোটরসাইকেলে আগুন লাগিয়ে জালিয়ে দেয় এবং বাড়িঘর ভাঙচুর করে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, সুমন তার ভাগ্নিকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সুমন, তার মা মরিয়ম বেগম এবং সুমনের স্ত্রী সুমাইয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ রিপোর্ট লখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে