কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, যারা বিদেশিদের কাছে হাত পাতছে ধর্ণা দিচ্ছে তাদের কাছে ভিক্ষা চাচ্ছেন বাংলাদেশে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বিদেশি শক্তি চেয়ে ছিল, সে সময় মানুষ আমাদের পক্ষে ছিল। তিনি মনে করেন এ সরকার নির্বাচিত সরকার, এ সরকার জনগনের জানমালের নিরাপত্তা, সম্পদের ও জীবনের নিরাপত্তা দেয়া তাদের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা সর্বোচ্চ সর্তকতা নিয়ে এ গুলো মোকাবেলা করবো। কেউ কেউ বলছে এ সরকারের বিদেশি সমর্থন নেই। তিনি বলেন, বিদেশিদের সমর্থনের কোন দরকার নেই, আমরা চাই জনগনের সমর্থন। জনগন এ দেশের মালিক। জনগন নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা? সেটা নির্বাচনে প্রমানিত হবে।
তিনি বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, পদ্মা সেতু, ফোর লেন রাস্তা, স্কুল, খাদ্য উৎপাদন, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যু, শিল্প কারখানাসহ সব দিকে উন্নয়ন করেছে। উন্নয়নের কারণে জনগন আমাদের সাথে রয়েছে। জনগনের সমর্থন থাকলে বিদেশি সমর্থনের প্রয়োজন নেই। আমরা বিদেশি সহযোগিতা চাই না। তাই জনগনের সমর্থন। ২৪ জুন শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু হাদী নূর আলী খান, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, খ. আব্দুল গফুর মন্টু, ফেডারেশনের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাই-চেয়ারম্যান শরিফ আহমদ নাছির, সাবেক ভাই-চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল মৃ, মধুপুর টেকনিক্যাল বহুমুখী স্কু এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, আউশনারা কলেজে অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-অধ্যাপক রহিছ উদ্দিন, বোকারবাইদ গার্লস স্কুলের প্রধান শিক্ষক ছালমা আফরোজ প্রমুখ। সভায় ফেডারেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে