টাঙ্গাইলের মধুপুরে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে দরিদ্রদের মাঝে নগদ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। ২৭ জুন মঙ্গলবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল এ অনুদান বিতরণ করা হয়। মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি।
কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। দেশের রাস্তা ঘাটসহ যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। দেশ দ্রæত এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি মধুপুর-ধনবাড়ি উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার কথা জানান।তিনি বলেন, আমি উপস্থিত থেকে অনুদান বিতরণ কনতে পারলে ভালো লাগতো, ঢাকায় কাজ থাকার জন্য আসতে পারেননি। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মেয়র সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু প্রমুখ। এ সময় মধুপুর উপজেলায় ১১ টি ইউনিয়নে শিক্ষার্থী, দরিদ্র, অসুস্থ দরিদ্র ৪১৬ জন মানুষের মাঝে ৬ লক্ষ ২৪ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। অনুদান বিতরণ কালে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুবিধা ভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৮ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে