প্রকাশের সময়: 25-01-2024 03:56:38 pm
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের সংগঠন বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের কার্যকরী পরিষদ (২০২৩-২০২৪) গঠিত হয়েছে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাদমান বিন কাউসার কে সভাপতি এবং একই বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম কে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়৷
বুধবার (২৪ জানুয়ারী ) বিকেলে উপদেষ্টামন্ডলীর সম্মতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, “সহ-সভাপতি শরিফুল ইসলাম শুভ, সুমাইয়া খাতুন, জোবায়ের হাসান শান্ত; যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম বাবলি, মো: রাসেল, দেলোয়ার হোসেন ; সাংগঠনিক সম্পাদক সাকিবুল আলম নির্জন ; সহ সাংগঠনিক সম্পাদক অর্নব মন্ডল, নাফিসা তাবাসসুম;কোষাধ্যক্ষ সায়েম উদ্দিন মোসা; সহ কোষাধ্যক্ষ অনিন্দীতা কবির; প্রচার সম্পাদক আলিফ আফ্রিদি ; সহ প্রচার সম্পাদক মাশফিকুর নিলয়,নউরিন জাহান প্রমি;দপ্তর সম্পাদক সৌরভ সেন ; উপ-দপ্তর সম্পাদক ফজলে রাব্বি ;প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল করিম সাবিত;মানব সম্পদ বিষয়ক সম্পাদক রায়হান রহমান রাজা;আইটি বিষয়ক সম্পাদক তাওহীদুর রহমান ; এক্সিকিউটিভ মেম্বার মোজ্জামেল খান প্যারিস,সাকিল হোসেন,বোরহান উদ্দিন, আতিকুজ্জামান হেলাল,শেখ নিসান,আফজাল হোসেন,আনিকা রহমান নিশি,উম্মে হাবিবা হাসু,শাহিন আলম,মাঞ্জুরুল আফরান,রাফসান ইসলাম,ইসমিতা তাসনিম,সোহাগ,সাকিব হাসান প্রত্যয়,সাজ্জাদ, হাফিজুল ইসলাম, ইমন,সাবিয়া মেহনাজ সাহেলা,জুবায়ের, আরিফুল,আব্দুল্লাহ আল মুনিম ;
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো কামরুজ্জামান।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন "বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রচার ও প্রসারে কাজ করে যাবো যাতে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা পালন করতে পারে। সবার সহযোগিতা কাম্য।"
প্রসঙ্গত বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব গোপালগঞ্জ অঞ্চলে বিজ্ঞানের প্রচার এবং প্রসার নিয়ে কাজ করা সংগঠন
১৪৪ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৬৭ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭০ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
২৬১ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
২৬২ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
২৬৩ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬৫ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
২৬৯ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে