ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

বশেমুরবিপ্রবি'তে স্মার্ট পোল্ট্রি ফার্মিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-02-2024 12:39:11 pm


◾আর এস মাহমুদ হাসান : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "Smart Farming: Where Data convert to Profit" শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই সেমিনারে গোপালগঞ্জ জেলাসহ এর আশেপাশের ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, রাজবাড়ী, নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন পোল্ট্রি খামারি, ডিলার, বাচ্চা উৎপাদনকারী, খাদ্য ও ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। এই সেমিনারের আয়োজন করে পোল্ট্রি প্রফেসনাল'স বাংলাদেশ (পিপিবি), বশেমুরবিপ্রবি শাখা।


প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ডা. হুর ই জান্নাত জ্যোতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনায় প্রধান আলোচক ছিলেন পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ (পিপিবি) এর প্রধান সমন্বয়ক কৃষিবিদ অঞ্জন মজুমদার। এছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান লিডার এবং কোরটিম মেম্বাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন।


অনুষ্ঠানে নিবন্ধিত ২১৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আলোচনায় কৃষিবিদ অঞ্জন মজুমদার স্মার্ট পোল্ট্রি ফার্মিং নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সারাদেশের পোল্ট্রি খামারিদের আধুনিক প্রযুক্তি ভিত্তিক নিরাপদ পোল্ট্রি পণ্য যেমন- ডিম, মাংসের উৎপাদন ও বিপণনে দক্ষতা উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও স্মার্ট সিস্টেমের সাথে পরিচিত করে তুলতে ২০২৪ সাল জুড়ে এই কর্মসূচি চলমান থাকবে।




দিনব্যাপী চলা অনুষ্ঠানে শিক্ষার্থী ও খামারিদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রশ্ন ও জিজ্ঞাসার মাধ্যমে পোল্ট্রি পালনের নানান খুঁটিনাটি দিক উঠে আসে যা খামারিদের আগামী দিনে ভোক্তার জন্য নিরাপদ ডিম ও পোল্ট্রি মাংস উৎপাদনকে উৎসাহিত করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পদ্ধতিতে পোল্ট্রি লালন-পালনে খামার ব্যবসায় একদিকে উৎপাদন ও উৎপাদনশীলতা যেমন বাড়বে তেমনি খামারিরা লাভের ধারায় থাকতে পারবেন বলে আলোচনায় বক্তারা মত পোষণ করেন। 


অনুষ্ঠান শেষে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে বকুলের চারা রোপণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উল্লেখ্য, পিপিবি একটি নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিদের মাঝে সকল তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক তৈরি করে খামারিদের আধুনিক ভাবে পোল্ট্রি পালন বিষয়ে প্রশিক্ষণ দেয়। সেই ধারাবাহিকতায় পিপিবি তার বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলাসমুহের পোল্ট্রি খামারি, ডিলার, পোল্ট্রির বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ প্রোগ্রামের আয়োজন করে।


আরও খবর