প্রকাশের সময়: 28-02-2024 03:06:04 pm
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের (বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের) নতুন সদস্যদের জন্য আজ ২৮ শে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪২০ নম্বর রুমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড.এ.কিউ.এম মাহবুব। বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ- উপাচার্য প্রফেসর ড.সৈয়দ সামসুল আলম, ট্রেজারার প্রফেসর ড.মোঃ মোবারক হোসেন স্যার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব এর প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান স্যার, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক এবং ছাত্র উপদেষ্টা ড.মোঃ শরাফত আলী স্যার, এফএমবি বিভাগের সহকারি অধ্যাপক এবং ক্লাবের উপদেষ্টা ড.নেয়াজ আল হাসান স্যার , পুরকৌশল বিভাগের প্রভাষক এবং ক্লাবের উপদেষ্টা অহনা আরেফিন ম্যাম, এবং এসিসিই বিভাগের প্রভাষক এস.এম.ফজলে রাব্বি স্যার।
নবীন বরণ অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর তাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উপহার ছিলো শুভেচ্ছা কার্ড, মেহগনি কাঠের তৈরি চাবির রিং, বাঁশের তৈরি কলম। তন্মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল উপহার হিসেবে দেওয়া বিভিন্ন গাছের বীজ (সিড)।
এছাড়া একুশে ফেব্রুয়ারিতে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত 'অমর একুশে কুইজ প্রতিযোগিতা-২০২৪' এর চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ-দের পুরস্কার দেয়া হয়।
ক্লাবের সভাপতি সাদমান বিন কাউসারের সভাপতিত্বে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭২ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭৫ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬৫ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে
২৬৬ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
২৬৭ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
২৬৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৭৩ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে