প্রকাশের সময়: 16-08-2022 05:08:07 am
রাকিবুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ আগস্ট, ২০২২ বিকেল ৪.৩০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ।
প্রধান আলোচক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বঙ্গবন্ধুর কুটনৈতিক দর্শন ও আজকের বাস্তবতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ধারণ করতেন বিশ্বের সকল ধর্মের ও বর্ণের লোক স্বাধীনভাবে বাস করার অধিকার রাখে, তিনি চেয়েছিলেন একটি শোষণমুক্ত পৃথিবী। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কুটনৈতিক ভাবনা ছিল অত্যন্ত শক্তিশালী, বঙ্গবন্ধুর প্রতিটি কুটনৈতিক ভাবনা বর্তমান আন্তর্জাতিক বিষয়ের সাথে প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু জোট নিরপেক্ষর পক্ষে ছিলেন।
আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত জনগণের কন্ঠস্বর। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করে দিয়ে যাননি তিনি আমাদের দিয়ে গেছেন তাঁর দর্শন। তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন আর তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা আত্ম উপলব্ধি করি এবং দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি।
এর আগে সূর্যদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয় এবং সকাল থেকে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। দুপুর ১২.৩০ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে জাতির পিতার সমাধিসৌধ মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং দুপুর ২.৩০টায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়র কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়েসর সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানসমূহে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
১৪২ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৬ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬৯ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
২৬০ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
২৬১ দিন ৪ মিনিট আগে
২৬১ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
২৬৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৬৮ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে