আজ (১৯ সেপ্টেম্বর ২০২২)সোমবার সকাল ১০:৩০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে "বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা: বর্তমানে প্রাসঙ্গিকতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সেমিনারে সভাপতির ভাষণে বলেন, আজকের যুবসমাজকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তা না হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি যেমন অর্থবহ হবে না; অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখতেন সেটির বাস্তবায়নও সহজ হবে না।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, এবং আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন।
২৯ দিন ১৩ মিনিট আগে
৩২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৯ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৭০ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮০ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৮৮ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে