বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্ক কর্মশালা।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিএলএইচ এ বির্তক কর্মশালা ২০২৩ আয়োজনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহিনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
বিতর্ক কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে থাকবেন বাংলাদেশ বেতার, রাজশাহী এর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান।
বিতর্ক কর্মশালার সভাপতিত্ব করবেন বাউয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের বিতর্ক কর্মশালা নিয়ে ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ও আইসিই বিভাগের প্রভাষক মুর্শিদা নুসরাত ডেলা জানান, বাউয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত বির্তক কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে বিতর্ক সম্পর্কে বিস্তারিত ধারণা ও বিতর্কের প্রয়োজনীয়তা সহ বিতর্কের সমগ্র বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হবে এবং এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্কের বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা পাবে।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সাদমান আহমেদ এবং ডিবেটিং সোসাইটির যুগ্ম সম্পাদক মোঃ শাফায়াত হোসেন এর কাছে জানতে চাইলে তারা জানান, বিতর্ক কর্মশালায় ১৫০ জনের মতো রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী অংশ নিবেন এবং ইতিমধ্যে বাউয়েট ডিবেটিং সোসাইটি বিতর্ক কর্মশালায় অংশগ্রহণ করতে আগ্রহীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে।
৫৪১ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
৫৪৩ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫৪৭ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৫৫ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৬৮ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৭০ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৭৩ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৯৫ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে