বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ১৮৯টি ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি টেকনিক্যাল কমিটি।
জানা যায়, ১৮৯টি ফাঁকা আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ১০৫টি, বি ইউনিটে ৫৭টি এবং সি ইউনিটে ২৭টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন ফাঁকা থাকায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তিতে বিলম্ব হচ্ছে।
ভর্তি টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশিত হবে।
এছাড়াও নির্বাচিতদের আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত, ইতোপূর্বে পর পর সাত ধাপে মেধাতালিকা প্রকাশ করার পরেও ১৮৯ আসন শূন্য থাকায় নতুন করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
১২ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১১৯ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫৫ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫৬ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
১৯৩ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২৭ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৪৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
২৬৩ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে