সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কুবিতে প্রতীকী অনশন

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ এপ্রিল) কুবির আব্দুল কাইয়ুম চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে গণস্বাক্ষর কর্মসূচি। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কুয়েট শিক্ষার্থীদের দাবির পক্ষে ৫২৭ জনের বেশি শিক্ষার্থী স্বাক্ষর করেন। প্রতীকী অনশন কর্মসূচিটি শুরু হয় দুপুর ১২টায় এবং চলে দুপুর ১টা পর্যন্ত।


এ সময় শিক্ষার্থীরা চত্বরে জড়ো হয়ে “জুলাই-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “দফা এক, দাবি এক—ভিসি মাসুদের পদত্যাগ”, “১ ২ ৩ ৪, ভিসি মাসুদ গদি ছাড়” এবং “আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে?” এসব স্লোগান দিতে দেখা যায়। গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রাহিম বলেন, “কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য এক দফা দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আজ আমরা প্রতীকী অনশন ও গণস্বাক্ষরের মাধ্যমে সেই দাবির প্রতি সংহতি জানিয়েছি।


কুয়েটের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওসমান গণি বলেন, “কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি। একইসঙ্গে আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যারা অন্যায়ভাবে বহিষ্কৃত ও মামলার শিকার হয়েছেন, তাদের মামলা প্রত্যাহার ও ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি সুস্থ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাই।”


উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রেক্ষিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি প্রধান ফটক থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে অন্তত ৪০-৪৫ জন শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পর ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন, যার প্রতি সংহতি জানিয়ে কুবির শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
আরও খবর




নেশার টাকা জোগাড়ে চুরির পথ বেছে নেন তারা

২০ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে


কুবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশ

২১ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে