সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

মাদক সেবন করে হলে কুবি শিক্ষার্থীর উগ্র আচরণ, নিশ্চুপ প্রশাসন

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মাদক গ্রহণ করে রাতের বেলায় ‘শৃঙ্খলা বিনষ্ট’ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম চৌধুরী রাফসান সামি। তিনি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


গতকাল বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই শিক্ষার্থীকে নেশাদ্রব্য গ্রহণ করে হলের নিচ তলায় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় বলে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা জানান।


এ বিষয়ে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা জানান, আনুমানিক সাড়ে বারোটার দিকে ‘ব্যাবস্থাপনা শিক্ষা’ বিভাগের ১৭ তম আবর্তনের ‘চৌধুরি রাফসান সামি’ হলে এসে ১০৬ নং রুমে লাথি দিতে থাকে এবং গালাগালি করতে থাকে৷ একসময় সে নীচতলায় থাকা সাইকেলগুলোকে ফেলে দেয় এবং ‘অগ্নিনির্বাপক গ্যাসের’ সিলিন্ডার ছুড়ে মারে ও স্প্রে করে ধোয়া ছড়িয়ে দেয়। এতে ১০৬ নং রুমে অবস্থানরত জুনিয়র শিক্ষার্থীরা ভয়ে তটস্থ হয়ে থাকে। তার সাথে হলের বড় একটা নেশাখোর কম্যিউনিটি আছে বলেও জানান শিক্ষার্থীরা।'


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী রাফসান দৈনিক দেশচিত্রকে বলেন‚ 'আমি আমার ফ্রেন্ডদের সাথে দুষ্টামি করছিলাম। আমি ফায়ার এক্সটিংগুইশার আমার ফ্রেন্ডের উপর ছাড়সি। ১০৬ নং রুমে আমি লাথি মারসি কিনা আপনি পার্সোনালি গিয়ে জিজ্ঞেস করেন। হয়তোবা লাথি দেইনাই, ধাক্কা দিসি দৌড়াদৌড়ি করছিলাম। আমার ফ্রেন্ড ধাক্কা দেয়াতে গ্যাস সিলিন্ডারটা ফেলে দিসি।'


এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ হারুন বলেন‚ ‘প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা যদি কোন লিখিত অভিযোগ প্রদান করে তাহলে আমি এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পারি। অভিযোগ পেলে আমি দায়িত্বরত সিকিউরিটি গার্ডকেও কারণ দর্শানোর নোটিশ প্রদান করবো। সিকিউরিটি গার্ডকে বারবার বলা হয় সে প্রায়ই এখানে একবার এসে আবার চলে যায়। ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে সে বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা হবে।’

এ বিষয়ে প্রক্টর ড. মোহাম্মদ আব্দুল হাকিম বলেন‚ ‘হলের বিষয়ে আমি কিছু বলতে পারি না। হলের সবকিছুর দায়িত্বে থাকেন প্রভোস্ট। প্রক্টর হলের ব্যাপারে মাথা ঘামাতে পারে না। প্রভোস্ট রিপোর্ট দিলে আমরা একশন নিতে পারি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাদক গ্রহণ করলে আমরা অবশ্যই এর শাস্তি প্রদান করবো। এটা যেহেতু হলের ভেতর হয়েছে হলের প্রভোস্ট এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করবে। আমি এখন জানলাম, আমি প্রভোস্টের সাথে কথা বলবো।’
আরও খবর




নেশার টাকা জোগাড়ে চুরির পথ বেছে নেন তারা

২০ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে


কুবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশ

২১ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে