যারা মানুষের আবেগ,বিশ্বাস এবং অনুভূতি নিয়ে খেলা করে,মানুষকে য ন্ত্র ণা দেয়,ঠকায়,তারা কি আদৌ কখনো শাস্তি পায়?আমার মনে হয় না।
একজনের আবেগ আর বিশ্বাস পায়ের তলায় পিষ্ট করে অপরজনকে পৈশাচিক ভাবে হাসতে দেখেছি অবলীলায়। মানসিক যন্ত্রণা দিতে দিতে অপর একটা মানুষকে মানসিক বিকারগস্ত করে দিয়ে,অনেককে দেখেছি দিব্যি ভালো থাকতে।
সত্যি বলতে,চাক্ষুষ ভাবে আমি কখনো এমন মানুষদের শাস্তি পেতে দেখেনি।বরং মানুষের বেঁচে থাকার ইচ্ছেটা ক্ষীণ করে দিয়ে,নিজে অনেক সুখে থাকতে দেখেছি।
যারা মানুষকে তীলে তীলে মানসিক য ন্ত্র ণা দিতে দিতে শেষ করে দেয়,তারাই অনেক ভালো থাকে।নিজের দিক থেকে এমন মানুষগুলোই সুখে থাকে পৃথিবীতে।
মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না–ভালো থাকতে পারে না,কথাটা ডাহা মিথ্যা কথা।এমন মানুষগুলোই ভালো থাকে,একজনের মুখের হাসি কেড়ে নিয়ে এরাই জীবনে অট্টহাসি হাসে,একজনের ভালো থাকা কেড়ে নিয়ে,এরাই পৃথিবীতে অনেক অনেক ভালো থাকে।
মানুষকে কষ্ট দেয়া মানুষগুলো কখনোই বিন্দুমাত্র অনুতপ্ত কিংবা শাস্তিটুকু পায় না।বরং এই মানুষগুলোর যারা শিকার হয়,তারাই সারাজীবন তাদের বিশ্বাস করার মতো বোকামির শাস্তি নিজের জীবন কিংবা সুখ বি স র্জ ন দিয়ে ভোগ করে যায়!
লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী ;খুলনা বিশ্ববিদ্যালয়
৩ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে