জীবনের এক অদ্ভুত নিয়ম কি জানেন?
রসিক কিংবা সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী হয় গম্ভীর,বেরসিক কিংবা বি ষা ক্ত–জটিল স্বভাবের!
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বিষয় হচ্ছে বিবাহ।আর এই বিবাহ বন্ধনে যখন মানুষ আবদ্ধ হয়,তখন কতকিছুই না ভেবে রাখে। জীবন সঙ্গী হবে তার মনের মতো,রসিক স্বভাবের। সুখে-দুখে চিরকাল পাশে থাকবে,সবচেয়ে বিশ্বস্ত এবং খুব ভালো একজন বন্ধুর মতো হবে।এমন কতকিছুই মানুষ ভাবে।
কিন্তু যে মানুষগুলোর জীবন সঙ্গী ঠিক তার বিপরীত স্বভাবের হয়,সেই মানুষগুলো আজীবন তার সঙ্গীর সাথে সংসার করে গেলেও,মনের অজান্তেই আক্ষেপ থেকে যায়!
মানিয়ে কিংবা নিজের ভাগ্যকে মেনে নিতে নিতে এমন মানুষগুলো একটা সময় তীব্র হতাশা এবং মানসিক যন্ত্রণায় ভোগে!
পৃথিবীতে বেশিরভাগ মানুষই চায়,জীবনে যে মানুষটার সাথে বিয়ে হবে,তার সাথে জীবনের বাকিটা পথ চলতে।শেষ নিঃশ্বাস অবধি সেই মানুষটাকে ভরসা করতে।প্রচন্ড হতাশায় অন্তত জীবন সঙ্গী তাকে মানসিক সাপোর্ট দিক,এটা পৃথিবীর সব মানুষই চায়।
কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবেই মানুষ তার চাওয়ার থেকে বিপরীত কিছুই পায় তার সঙ্গীর কাছ থেকে!জীবন সঙ্গী যদি অন্তত সাপোর্টেড মাইন্ডের হতো,যদি সঙ্গীর অসহায়ত্ব কিংবা নীরব কান্নার যন্ত্রণা অনুভব করতে পারতো,তবে পৃথিবীর অনেক মানুষই বিয়ের পর হতাশাগ্রস্ত হতো না।সঙ্গী ভালো হলে অন্তত মানুষ একটুখানি স্বস্তি পেত।
সত্যি বলতে,
বিয়ের পর জীবনের বাকিটা সময় মানুষ সঙ্গীর সাথে,একটু ভালো ভাবে বাঁচতে চায়।কিন্তু তাদের চাওয়া খুব আশ্চর্যজনক ভাবে আর পূরণ হয়ে ওঠেনা।
লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী ;খুলনা ইউনিভার্সিটি।
৩ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে