জীবনের প্রয়োজনে সময়ের তাগিদে বদলে যেতে হলে বদলে নাও নিজেকে, দ্বিধাহীন ভাবেই বদলে যাও
কিন্তু! কোন মানুষকে ভালোবেসে নিজের সত্তাকে ভুলে অন্যের জন্য নিজের আমার আমিটাকে বদলাতে যেওনা;
আমরা চাই বা না চাই তবুও আমরা বদলাই, কারণে অকারণেই বদলাই, আসলে আমরা কেউ-ই বদলাই না, বদলায় মূলত সময়, বদলায় পরিস্থিতি, বদলায় লাইফ স্টাইল, বদলায় সম্পর্ক, বদলায় ফ্রেন্ড লিস্ট, বদলায় স্টাটাসের ধরণ, বদলায় প্রিয় নামক জন;
সময়ের স্রোতধারায় খাপ খাইয়ে চলার জন্য, নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে বদলানোটা কোনো দোষের নয়, বরং এটা অনেক গর্বের কারণ! তুমি তোমার জন্য নিজেকে বদলিয়েছ, জীবনে চলার পথে তোমার এই বদল গুলো তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বারংবার
উন্নীত করবে সাফল্যের সর্বোচ্চ শিখরে, কিন্তু এই বদলটাই যদি তুমি অন্যের জন্য করো, অন্যের জন্য নিজেকে বদলাও, তখন সে মানুষটি অর্থাৎ যে মানুষটির জন্য নিজেকে বদলা'লে সে যদি তোমাকে ছেড়ে যায় তখন এই বদলানো তুমিটাকে নিয়ে তুমি কি করবে?
এই বদলানো তুমিটাকে তুমি আয়নায় যতবার দেখবে ততবার তুমি ঠ'কে যাওয়ার আ'গু'নে ভ'য়ং'ক'র ভাবে পু'ড়বে, ভু'ল করার ব্য'থায় ম'র্মাহত হবে, বার বার তোমার মনে হবে কেনো তুমি তার জন্য, তার পছন্দ অনুযায়ী নিজের স্বাদ-আহ্লাদ বি'সর্জন দিয়ে নিজেকে বদলাতে গেলে, এই আ'ক্ষে'প গুলো তোমার রাতের ঘুম কে'ড়ে নিবে;
এভাবে চলতে চলতে কেউ হয়তো মাস ছয়েক পর, কেউবা আবার বছর দেড়েক পর, নিজেকে সামলিয়ে নিয়ে আবার নতুন মানুষ খুঁজে পেলে, আবার নতুন ভাবে পথ চলা শুরু করলে, আবার তার খুশির জন্য কিংবা তার সাথে সম্পকটা তৈরি বা টিকিয়ে রাখার জন্য আবারও তার জন্য নিজেকে বদলা'লে;
সম্পর্কের যেকোনো একদিন তোমার কোনো নিজস্বতা নেই বলে সে তোমাকে খো'টা দিলো তুমি ক'ষ্ট পেলে, তুমি ব্য'ক্তিত্বহী'ন বলে সে তোমাকে ছেড়ে চলে গেলো, তুমি আবারও ডি'প্রে'শ'নে ভুগতে শুরু করলে;
আসলে জীবনটা এমনই, এমনই বাস্তবতা, নিজের জন্য নিজেকে বদলানোটা উন্নতির সুন্দরতর একটি ধাপ, আর অন্যের জন্য নিজেকে বদলানোটা বার বার নিজেকে ভে'ঙেচুরে নিঃ'শেষ করে দাওয়া;
মনে রাখবে যে মানুষের কোনো নিজস্বতা নেই, যে মানুষের ব্যক্তিত্ব বলতে কিছু নেই, সে মানুষ সায়মিক ভাবে অনেকেরই প্রিয় হতে পারে, অনেকের কাছে সাময়িক ভাবে পায়রিটি লিস্টের প্রথম সারিতে জায়গা করতেই পারে কিন্তু স্থায়ীভাবে কখনো কারো
পায়রিটি লিস্টের প্রথম সারিতে কিংবা কারো জীবনে টিকে থাকতে পারে না;
ব্য'ক্তিত্বহী'ন মানুষ গুলো জ্যা'ন্ত লা'শের মতো, তারা হয় মেনে নেওয়ার দলে কিংবা মানিয়ে নেওয়ার দলে থেকে
কোন রকম ভাবে জীবনটাকে অতিবাহিত করে চলে, ঐ যে যেমন 'নদী' এঁকেবেঁকে দূর থেকে বহুদূর চলে কিন্তু বোবা তার ভাষা, মনের মাঝে গোপন থাকে তার প্রাণের ভালোবাসা, ব্য'ক্তিত্বহী'ন মানুষ গুলো প্রকৃতপক্ষে সবার কাছেই মূ'ল্যহী'ন, জেনে রেখো! তোমার নিজস্বতাই তোমাকে আর পাঁচজন থেকে সব সময় আলাদা করবে, তোমার ব্যক্তিত্বই তোমাকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে, সকলের ভালোবাসা ও শ্রদ্ধার আসনে স্থান করে দিবে, তাই! মানুষ হিসেবে তোমাকে টিকে থাকতে গেলে তোমার নিজস্বতা এবং ব্যক্তিত্ব থাকাটা ভীষণ ভাবে জরুরী।
"মানুষ হিসেবে টিকে থাকতে গেলে নিজস্বতা এবং ব্যক্তিত্ব থাকাটা ভীষণ ভাবে জরুরী"
লেখক : প্রণব মন্ডল।
৩ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে