যে তোমাকে ক'ষ্ট দিয়ে স্থির থাকে, তার জন্য অ'স্থি'র হওয়া ছেড়ে দাও, কারণ! তোমার অ'স্থি'র'তা তার কাছে ন্যা'কা'মো বলে মনে হবে! সে কখনোই তোমার অ'স্থি'র'তার গ'ভীরতা উপলব্ধি করতে পারবে না;
যে তোমাকে অকারণেই বার বার আ'ঘা'ত করে! আ'ঘা'ত করার পরও বিন্দুমাত্র অ'নুতপ্ত হয় না, তাকে ছে'ড়ে দেওয়ার উদারতার বি'সর্জন দাও, কারণ! তোমার উদারতা তার কাছে অ'পারগতা বলে মনে হবে!
সে কখনোই তোমার উদারতা অনুধাবন করতে পারবে না;
যে তোমাকে সিরিয়াস ভাবে হোক কিংবা হাসির ছলে, সবার সামনে ছোট করেছে, তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছে'ড়ে দিও না, তাকে তুমি তোমার ম'নুষ্যত্বের শিক্ষায় জবাব দিও, কারণ! চুপচাপ ছে'ড়ে দিলে তোমার ভদ্রতাকে সে দূ'র্বলতা মনে করে পুনরায় ছোট করতে দ্বিতীয় বার ভাববে না;
যে তোমাকে প্ল্যান করে ঠ'কি'য়ে'ছে, ক্ষ'মা করে দেওয়ার পরেও যে পুনরায় ঠ'কিয়েছে কিংবা ঠ'কাবার সুযোগ খুঁজেছে, তাকে আর কখনোই ক্ষ'মা করো না, কারণ! তোমার ক্ষ'মা তার কাছে অ'ক্ষ'মতা বলে মনে হবে, সে কখনোই তোমার ক্ষ'মার মাহাত্ম্য বুঝবে না;
যে তোমাকে ছে'ড়ে গিয়ে ভালো থাকতে পারে, তার কাছে ফিরে যাওয়ার ব্য'কুলতা ছে'ড়ে দাও, কারণ! তোমার ব্য'কুলতা তার কাছে পা'গ'লা'মো বলে মনে হবে, সে কখনোই তোমার ব্য'কুলতা পরিমাপ করতে পারবে না;
যে তোমাকে পাওয়ার পরও, অন্য কারো জন্য রোজ অ'শা'ন্তি করে, ছেড়ে যাওয়ার জন্য ম'রিয়া হয়ে উঠে, তার সাথে সম্পর্ক টিকিয়ে তাসের ঘর বেঁ'ধে রাখার
নি'ম্ন মা'নসিকতা জলাঞ্জলি দাও, কারণ! তোমার এই নি'ম্ন মা'নসিকতা সমাজের বুকে তোমায় ব্য'ক্তি'ত্বহী'ন হিসেবে চিহ্নিত করবে, আর জেনে রেখো- ব্য'ক্তি'ত্বহী'ন মানুষ কখনোই কোথাও সম্মান পায় না;
যে তোমাকে কখনোই বুঝেনি, তোমার অ'ভিমান যার কাছে কখনো পাত্তাই পায়নি, তোমার মন খা'রা'প ভালো করার জন্য যে ছেলেমানুষী করতে পারেনি,
তোমার নীরবতা যাকে কখনো অ'শা'ন্ত করে তোলেনি, তোমার অ'নুপস্থিতি যাকে বিচলিত করে তোলেনি, তার কাছে তোমার গুরুত্ব আশা করতে যেয়ো না, তার জীবনে থেকে যাওয়ার বৃ'থা চেষ্টাও করো না,
কারণ! সে কখনোই তোমার থেকে যেতে চাওয়ার ইচ্ছাকে সম্মান করতে পারবে না, তোমার ছোট ছোট চাওয়া - পাওয়া গুলো কখনোই তার হৃদয় স্পর্শ করবে না;
তাই সে সম্পর্ক গুলো থেকে বেড়িয়ে আসো, যেখানে তোমার সম্মান নেই, গুরুত্ব নেই, ভালোবাসা নেই, বন্ধুত্ব নেই, সর্বপরি মা'নসিক শান্তি নেই। মনে রাখবে-- জীবনে মা'নসিক শান্তিটাই সব, ওটা না থাকলে দেহটাই থাকে, কিন্তু! দেহে প্রাণটাই থাকে না, এ যেন জ্যা'ন্ত লা'শ হয়ে তখন ধুঁকে ধুঁকে বেঁচে থাকা, আর তাই এসব অ'সু'স্থ সম্পর্ক থেকে বেড়িয়ে এসে প্রয়োজনে একা থাকো তবুও মা'নসিক শান্তিতে বাঁচো।
লেখক : প্রনব মন্ডল।
৩ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে