আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু।

জীবনে যে থাকতে চায় না।

যে থাকতে চাইছে না বে'হাইয়া হয়ে জোড় করে তাকে ধরে রাখার বৃথা চেষ্টা ছেড়ে দিন, কারণ! বেহাইয়া হয়ে জোর করে কারো সাথে থাকলে আর যাইহোক সেখানে 

মা'নসিক শান্তি থাকে না, আর জীবনে বাঁচতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো মানসিক শান্তি, অন্যদিক থেকে দেখতে গেলে বে'হাইয়া হয়ে কাউকে ধরে রাখার আকুতি মিনতিটা কিন্তু নিম্ন মনের পরিচয়, তাই বেঁচে থাকলে মাথাটা উঁচু করে বাঁচা উচিত;

হাজার করার পরও যে মানুষটি আপনার মূল্যায়ন করে না, বরং সব সময়ই অবহেলা আর তু'চ্ছতাচ্ছিল্য করে কিন্তু ছেড়েও দেয় না,

সে মানুষটির কাছে মূল্য পাওয়ার চেষ্টা করে যাওয়াটা আত্মসম্মান খোয়ানো ছাড়া আর কিছুই না,

জেনে রাখুন-- এসব মানুষের কাছে আপনি শুধুমাত্র প্রয়োজনের প্রিয়জন, সত্যিকারের প্রিয়জন হতে পারেননি কোনোদিন, এসব মানুষ গুলোর সাথে থাকাটা ভীষণ রকমের বোকামি ছাড়া আর কিছুই না;

এই শতাব্দীতে এসে ছোট বড় সবাই খুব ব্যস্ত, ব্যস্ততা বিহীন কেউ নেই, তবে এক সময় অনেক সময় দেওয়া মানুষটি যদি হঠাৎ করে ব্যস্ততা দেখনো শুরু করে,  তবে বুঝে নিবেন তার কাছে আপনার গুরুত্ব কমতে শুরু করেছে;

ব্যস্ততা কারো একান্ত ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই যে আপনাকে ব্যস্ততা দেখাচ্ছে তার কাছে আপনিও ব্যস্ততা দেখানো শুরু করেন, কারণ! গুরুত্ব কখনোই কারো কাছে প্রত্যাশা কিংবা আশা করে পাওয়া যায় না, মানুষ হিসেবে আপনাকে টিকে থাকতে গেলে আপনার গুরুত্ব আপনাকেই ধরে রাখতে হবে;

আপনি যাকে ঘিরে ভালো থাকতে চাইছেন, সে অন্য কাউকে ঘিরে ভালো থাকার নেশায় ডুবন্ত? সে মানুষটিকে টিকিয়ে রাখতে রোজকার ঝা'মেলা অ'শান্তি পোহাতে হচ্ছে? ছেড়ে দিন তাকে, এতে করে হয়তো আপনি একা থাকবেন কিন্তু কিছুটা হলেও শান্তিতে থাকবেন, 

ছোট এই জীবনে আমাদের চাওয়া কী? "একটু শান্তিই" আমাদের সবার চাওয়া, তাই! যে থেকে রোজ তিলে তিলে শেষ করে দিচ্ছে, তার কাছে উচ্ছিষ্ট হয়ে থাকাটা ব্যক্তিত্বহীনতার পরিচয় বহন করা ছাড়া কিছুই না;

বর্তমানে আমরা এমন একটি যুগে বসবাস করছি, যে সময়টাতে বেহাইয়া, ব্য'ক্তিত্বহী'নতা, ই'গোহীন মানুষগুলোকে মানুষ, মানুষই ভাবে না, ইচ্ছেমতো তাদের স্বপ্ন, স্বাদ, আশা-ভালোবাসা গুলোকে নিয়ে খেলা করে, খেলা শেষ হলেই পা দিয়ে পি'ষে দিয়ে যায় তাদের সহজ সরলতাকে,

তাই এই যুগে টিকে থাকতে গেলে একটু ইগো থাকাটা খুব দরকার, দরকার strong ব্যক্তিত্বের, কারণ! আজকাল মানুষ মানুষকে সম্মান, শ্রদ্ধা কিংবা ভালোবাসে না, মানুষ ভালোবাসে, সম্মান- শ্রদ্ধা করে মানুষের বাহ্যিক সৌন্দর্য, ক্ষমতাক ও ব্যক্তত্বকে;

"এই যুগে টিকে থাকতে গেলে একটু ই'গো থাকাটা খুব দরকার"

লেখক : প্রণব মন্ডল 

Tag
আরও খবর

কলাম : জীবন চক্র

৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে






একদিন মায়ের শাসন ও ফুরিয়ে যাবে

৪৩ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে