"নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ" কুবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শ্রীমঙ্গলে 'কিডস ইংলিশ জোন' এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তজুমদ্দিনে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার। জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকৃত সুখী ব্যক্তি

সব না পেলেও,যতটুকু পেয়েছি,ততটুকুই বা কতজন পায়?এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে,কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখি।।

অতিরিক্ত প্রত্যাশা, স্বপ্ন কোন মানুষকেই সুখে থাকতে দেয়না।নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা মানুষগুলোর চেহারার মাঝে না পাওয়ার কোন ছাপ খুজে পাওয়া যায়না। বরাবরই ওই মানুষগুলোর মুখে স্বাচ্ছন্দ্যের হাসি লেগেই থাকে।

নিজের যোগ্যতার চেয়ে অতিরিক্ত পাওয়ার আশা,জোর করে অসাধ্যকে সাধন করার প্রচেষ্টা মানুষকে গহীন অন্ধকারে ঠেলে দেয়। শেষমেশ কিছুই আর পাওয়া হয়ে ওঠেনা। প্রত্যেকটা মানুষের সাধ্যের মধ্যেই সবটুকু সুখ খুজে নিতে হয়। অল্পতে সন্তুষ্ট থাকতে হয়। একজীবনে কি পেলাম আর কি পেলাম না,তার হিসাব কষতে কষতে পুরো জীবনটা শেষ হয়ে গেলেও পাওয়া না পাওয়ার যোগফল মিলানো সম্ভব হবেনা।

কুঁড়েঘরে থাকা মানুষগুলো পেটপুরে খেতে পারলেই তাদের সুখ। তাদের চোখে অট্রালিকায় থাকার স্বপ্ন নেই। রাত পোহালেই তারা ছুটে চলে অন্ন আহরনে। দিনশেষে চাল,ডাল সঙ্গে নিয়ে বাসায় ফিরে,রান্না করে খেয়েই তাদের শান্তির নিঃস্বাস ফেলে। ওদের মহাজন নেই,পাওনাদার নেই,নেই কোন কিছুতে হারানোর ভয়। যতটুকু আছে,সবটুকুতেই ওদের সুখ।

অন্যদিকে অট্রালিকায় বসবাস করা মানুষগুলো সবচেয়ে উন্নত খাবারগুলো চোখের সামনে থাকতেও গলা পেরিয়ে পেট পযর্ন্ত ঢুকেনা। একদিকে অসুখের ভয়,অন্যদিকে পারিবারিক অশান্তি। কোনমতে খেয়েও তাদের চোখে ঘুম নেই।  সারারাত ছটফট করে কাটিয়ে দেয়। ঘরে অশান্তি রেখে রাত পোহালেই লক্ষাধিক পাওনা টাকার মহাজনের চাপ,কোটি টাকার হিসেব নিকেশ।অতিরিক্ত সম্পদের কারণে ওদের চোখে মুখে বিষন্নতার ছাপ,কোথাও ওদের শান্তি নেই,নেই কোন সুখ।

আপনার কি নেই? আপনার চোখ দুটো দিয়ে দেখতে পান বলে,পৃথিবীটাকে উপভোগ করছেন। পা দুটো স্বচ্ছল বলে যেখানে খুশি সেখানেই যেতে পারছেন। হাতদুটো স্বচ্ছল বলেই অন্ন হাত দিয়ে তুলে মুখে দিতে পারছেন। লিখতে পারতেছেন,সবরকম কাজ করতে পারতেছেন। যাদের এই যে,শরীরের কোন একটি অঙ্গ অকেজো,তাদের কথা কি একবারও ভেবেছেন? হাতে ফোন আছে,কিন্তু ফোনটাকে চোখ মেলে দেখার সৌভাগ্য তাদের নেই,গোটা পৃথিবীটাই তার কাছে অন্ধকার। কখন রাত হয়,কখন দিন হয়,সেই হিসাব তার কাছে নেই। রাত দিন তার কাছে সমান।

দুটো পায়ের একটা পা অচল,ইচ্ছা থাকা সত্বেও যেখানে সেখানে যেতে পারেন না।

কারো বা হাত নেই,অন্যকারোর সাহায্য নিয়েই তবে মুখে অন্ন ওঠে।

এবার ভাবুন,আপনি কোনদিক দিয়ে অসুখী?যতটুকুই আছে,ততটুকুই নিয়ে কেন আপনি সুখি হতে পারছেন না? আপনার যা আছে,তা আপনার পাশের লোকটির নেই। তাহলে কেন আপনি সুখি নন? 

একটা মানুষ ঠিক তখনি অসুখি,যখন মানুষটার নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত নয়।আরো চাই, আরো চাই,অনেক বেশি চাই! কতটুকু পেলে তার চাওয়ার সমাপ্তি ঘটবে,তা হয়তো সে নিজেও জানেনা।চিন্তাধারার পরিবর্তন না আনলে জীবনে সুখি হওয়া মোটেও সম্ভব নয়!!

লেখক : প্রণব মন্ডল।

Tag
আরও খবর

কলাম : জীবন চক্র

৫ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে






একদিন মায়ের শাসন ও ফুরিয়ে যাবে

৪৪ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে