মন খা'রা'পের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে দেই। আর তখন রাজ্যের সব মন খা'রা'পের গল্পের পৃষ্ঠা একটার পর একটা উল্টাতে থাকে। সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যায় চোখ। প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর বালিশে মাথা এলিয়ে দিতেই ঘুম। আর একবার ঘুমিয়ে পরলে সব শান্ত। ঘুম থেকে উঠলে মনেই থাকে না ঘুমানোর আগে আমার ঠিক কতোটা মন খা'রা'প ছিলো। তখন মনটা বরং অনেকটা শান্তিতেই থাকে।
হ্যাঁ মন খা'রা'প হতেই পারে। মন খা'রা'প যে মনুষ্য জীবনে একটা অংশ। আর এই খা'রা'পটা না সারাজীবন থাকে না। একদম বেশি হলে কয়েকদিন! তারপর নিজে থেকেই উপলব্ধি হয় এইসব মন খা'রা'প কোনো মানেই হয় না।
মন খা'রা'প হয়। হবেই। আর হলে কেঁদে ফেলুন। যদি কান্না না আসে তবে রাজ্যের সব মন খা'রা'পের গল্পগুলো মনে করে হলেও কাঁদুন। কান্না শেষ হলে আপনি নিজেকে নতুন ভাবে অবিষ্কার করতে পারবেন। বৃষ্টির পরে আকাশে কিন্তু সুন্দর রঙধনু উঠে!
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৪ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৪০ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে