যারা আমাকে আমার মত করে ভালোবাসতে পারেনি... তাদের ভালোবাসায় আমি কখনো সম্মতি জানাইনি;
যারা আমাকে আমার মত করে চিনতে, বুঝতে ও জানতে পারেনি... তাদের কথা- বার্তায় ও চিন্তাভাবনায় আমি কখনো কষ্ট পাইনি;
যারা আমাকে আমার মত করে আমার ভালো মন্দ সবটাকে গ্রহণ করতে পারেনি... তাদের চোখে মুখে আমি কখনো আমার জন্য ভালোবাসা দেখতে পাইনি;
যারা আমাকে আমার মত করে comfort zone দিতে পারেনি... তাদের সময় চাওয়া মুহুর্ত গুলোকে আমি কখনো উপহার দিতে পারিনি;
যারা আমাকে আমার মত করে আমার উপর বিশ্বাস ভরসা ও আস্থা রাখতে পারেনি... তাদের চোখ মুছতে মুছতে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া মুহূর্ত গুলোকে আমি কখনো সত্য ভাবতে পারিনি;
যারা আমাকে আমার মত করে সম্মান করতে পারেনি... তাদের কোনো কথায় আমি কখনো অ'পমানিত বোধ করিনি;
যারা আমাকে মত করে মানিয়ে গুছিয়ে নিতে পারেনি... তাদের কাছে থেকে যাওয়ার জন্য আমি কখনো চেষ্টা করিনি;
যারা আমাকে আমার মত করে ভালোবেসে থেকে যেতে পারেনি... তাদের জন্য মনের মধ্যে আমি কখনো ভালোবাসা পুষে রাখিনি;
যারা আমাকে আমার মত করে ধরে রাখার চেষ্টা করে না... তাদের কাছে আমি কখনো থেকে যাওয়ার চেষ্টা করি না।
লেখক :প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৪ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে