ভু'ল মানুষের জন্য মায়া পুষে রেখে কোনো লাভ হয় না জানতো? বরং তাদেরকে যতো তাড়াতাড়ি ভু'লে যাওয়া যায় কিংবা জীবন থেকে যত দ্রুত সরিয়ে ফেলা যায়, ততো তাড়াতাড়ি জীবনের ছন্দ ফিরে আসে। সুখ, হাসি, আনন্দেরা আবারও নিজের দিকে প্রত্যাবর্তন করে।
শুরুতে আসা মানে যে শুধু সেই মানুষটাই তোমার জন্য সঠিক তা কিন্তু নয়। সময়ের পরিক্রমায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বহু মানুষদের অনুপ্রবেশই ঘটতে পারে জীবনে। এমনকি তাদের সকলেই তোমার জন্য ভুলই প্রমাণিত হতে পারে। তাতেই কি তুমি শেষ? সুখেরা সব মাটি?
একদমই তা নয়, সম্পর্ক না টেকার দায় শুধু একজনার মাথায় না। কেউ তোমার ভালোবাসা না বুঝলে সেখানে তোমারই বা কি দায়ভার অবহেলার পেয়ে বারবার পড়ে থাকার?ভেঙে পড়ো না কারো ছেড়ে যাওয়ায়। নিজেকে
অবমূল্যায়ন করো না কোনো ভুল মানুষের কারণে।
তুমি দামী তোমার জন্য, তোমার গুরুত্ব তোমার কাছে। কারো তোমাকে না লাগলে তোমারও বা কি এমন দায় তাকে ছাড়া তোমার চলবেই না বলো? যদি না চলে তবু চালাতে শেখো নিজেকে। অপমান আর অবহেলিত হয়ে থাকতে নেই কারো কাছে, তাতে ভেতর যতই পুড়ুক।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৪ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৪০ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে