এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্ট এ নিয়ে গেলেন।
খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেললেন. ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল.
কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল.
খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুম নিয়ে গেলেন. বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন , চিরুনি দিয়ে চুল আছড়ে চশমা পড়িয়ে বাইরে নিয়ে এলেন.
সবই চুপ করে ওদের দেখতে লাগল. পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন . তখনই খাবার রত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিগ্যেস করলেন "তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে?"
পুত্র জবাব দিলেন "না স্যার, আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না" । বৃদ্ধ বললেন "" তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য একটা আশা.""
সাধারণত আমরা বৃদ্ধ বাবা-মা কে বাইরে নিয়ে যেতে চাই না , আর ধিক্কার দিই " কি করবে!! ভাল করে চলাফেরা করতে পার না , ঠিক ভাবে খেতে পারে না , তোমরা বাড়িতেই ঠিক আছো!"
আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম! এই বাবা'মা ই কোলে করে আমাদের নিয়ে যেতেন , নিজের হাতে খাইয়ে দিতেন আর খাবার পরে গেলে বকতেন না , ভালবাসতেন.
তাহলে বাবা-মা বয়স হয়ে গেলে" বোঝা" লাগবে কেন??? বাবা-মা ভগবানের রূপ, তাঁদের সেবা করুন , ভালবাসা দিন. কেননা একদিন আমরা সবাই বৃদ্ধ হবো।
বৃদ্ধ বাবা'মায়ের সেবাযত্ন করে যে মানসিক শান্তি পাওয়া যায়! হাজার কোটি টাকার অট্টালিকায় থেকেও সেই মানসিক শান্তি পাওয়া যায় না।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৪ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে