প্রকাশের সময়: 03-06-2023 08:09:22 am
পাবিপ্রবিতে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত।
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ জুন) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বাইরের ১৩টি কেন্দ্রে মোট ১৪ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল এ উপকেন্দ্রে।
এদিকে পরীক্ষা চলাকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরীক্ষার হল পরিদর্শন করেন।
উল্লেখ্য, অন্য দিকে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্রগুলো পরিদর্শন করেন প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল।
পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাশ্রয় এবং মানসিক কষ্ট লাঘব হয়েছে। জিএসটি অত্যন্ত ভালো কার্যকরি একটি পদ্ধতি। শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে পরিক্ষা দিচ্ছে।
পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের ও উপ-উপাচার্য এর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, ও শিক্ষকবৃন্দ।
১৬ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৪ দিন ৫ মিনিট আগে
১৩১ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে