প্রকাশের সময়: 01-07-2023 04:08:43 am
অ্যালপার ডগার (AD) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের ২০২৩-এর তালিকা স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৬ জন গবেষক। তালিকায় বিশ্বের ১৯ হাজার ৫১৫টি প্রতিষ্ঠানের ১০ লাখ ৮৭ হাজার ১৯৩ জন গবেষক স্থান পেয়েছেন। যেখানে বাংলাদেশের ১৬৭টি প্রতিষ্ঠানের ৪ হাজার ৬২৭ জন গবেষক রয়েছেন।
এ তালিকায় পাবিপ্রবির সেরা ১০ গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. নূর আলম। কম্পিউটার গ্রাফিক্স, CAGD এবং আইসোজিওমেট্রিক বিষয়ে গবেষনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম, বাংলাদেশে ১৭৪তম, এশিয়ায় ৪৪৫০৪তম এবং বিশ্বে ২৫৯৬৭৪তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ২য় স্থানে রয়েছেন একই বিভাগের প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এপ্লাইড ম্যাথম্যাটিকস বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ২য়, বাংলাদেশে ২৫৫তম , এশিয়ায় ৫৬১৯৪তম এবং বিশ্বে ৩১৬২২১তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ৩য় স্থানে রয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জান খান । Evation Ecology, Mathematical Biology বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ৩য়, বাংলাদেশে ৩০৭তম , এশিয়ায় ৬১১১০তম এবং বিশ্বে ৩৩৬০০৬তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ৪র্থ স্থানে রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. হাসিবুর রহমান। Work Motivation, Job satisfaction বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৪র্থ, বাংলাদেশে ১৩৬১তম, এশিয়ায় ১৫১৫০৪তম এবং বিশ্বে ৭৩৬৪৫৬তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ৫ম স্থানে রয়েছেন গণিত বিভাগের প্রফেসর ড. মো: ফজলুল হক। Mathematical Physics বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ের ৫ম, বাংলাদেশে ১৪০০তম, এশিয়ায় ১৫৩৬৯০তম বিশ্বে ৭৪৪৬৪৩তম অবস্থানে আছেন তিনি।
তালিকায় ৬ষ্ট অবস্থানে আছেন, গণিত বিভাগের সহকারি অধ্যাপক এস এম রায়হানুল ইসলাম। ৭ম অবস্থানে আছেন ইইসিই বিভাগের সহকারি অধ্যাপক লিটন চন্দ্র পাল। ৮ম অবস্থানে আছেন সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল রহিম। ৯ম অবস্থানে আছেন গণিত বিভাগের সহকারি অধ্যাপক ড. মো: ইকরামুল ইসলাম। ১০ম অবস্থানে আছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.আফতাবুজ্জান।
গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।
১৬ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৪ দিন ৫ মিনিট আগে
১৩১ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে