আসকের ইসলামপুর উপজেলা শাখার কমিটি : কোরবান আলী সভাপতি, হাফিজ লিটন সম্পাদক স্মার্ট নড়িয়া-সখিপুর-শরীয়তপুরকে গড়তে সকলের সহযোগিতা চাই : এনামুল হক শামীম কুতুবদিয়া সেচ্ছাসেবী সমন্বয় ফোরামের উদ্যোগে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস পালিত কলমাকান্দায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন করেছে "ওয়ার্ল্ড ভিশন' অধ্যাপক দোলন কান্তি ভট্টাচার্যের পিএইচ ডি ডিগ্রি লাভ তেঁতুলিয়ায় কৃষক লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা- ৪ আসনে মনোনয়ন বঞ্চিত জাপা নেত্রীর আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে বরণ পোশাক শিল্প খাতে কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুততর করার তাগিদ বিজিএমইএর লোহাগাড়ায় পদুয়াতে আগুনে পুড়ল আট দোকান। গলাচিপায় ১৪৪ ধরা ভঙ্গ করে জোরপূর্বক ধান কেটে নিলো প্রতিপক্ষরা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। শাহীনের সব বাড়লেও কমেছে কৃষি জমি! সাগরতীরের ঝাউবন থেকে ডাকাত চক্রের ৮ সদস্য আটক: অস্ত্র উদ্ধার কক্সবাজারে শ্পেশলাইজড সার্চ এন্ড রেসকিউ ইকুইপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু টেকনাফে ৫শ ৬০ক্যান বিদেশী বিয়ার ও ৭৫বোতল মদসহ আটক-১: পলাতক-৪ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সহ দুই জন আটক জীবিকার পসরা সাজিয়ে ভ্যান গাড়ি নিয়ে ঘুরছেন বিক্রেতারা

'পাবিপ্রবিতে সলভার গ্রিনের উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্ট ও রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত'


   পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) টেকনোলজি রিলেটেড  ও স্কিল ডেভেলপমেন্ট সংগঠন সলভার গ্রিন আয়োজন করেছে ইন্ট্রা ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ও  রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।


প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  বিভাগ থেকে   মোট ২০টি টিম অংশগ্রহণ করে। প্রোগ্রামিং কনটেস্টটি ২৬ই জুন শনিবার দুপুর ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য সম্মাননা হিসেবে থাকছে ক্রেস্ট ও প্রাইজ ম্যানী থাকবে দেওয়া হবে।

উক্ত প্রোগ্রামিং প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়েছে সি এস ই ডিপার্টমেন্ট এর  PUST  3s টিম।



শনিবার বিকেলে ৫:৩০ মিনিট থেকে রোবটিক্স ওয়ার্কশপ শুরু হয়। বিভিন্ন মেশিনারিজ  এর মাধ্যেমে হাতে কমলে রবোটিক্স এর প্রাথমিক জিনিস গুলো শিখানো হয়। রবোটিক্স ওয়ার্কশপে অংশগ্রহণ করা সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।


প্রোগ্রামিং রিলেটেড সেমিনার ও প্রোগ্রামিং কনটেস্ট এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য প্রফেসর  ড. হাফিজা খাতুন। আরো উপস্থিত ছিলেন সলভার গ্রিনের উপদেষ্টা ইইই ডিপার্টমেন্টের সহকারি অধ্যাপক মো: ফিরুজ আলী ও সিভিল ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক  মো: আতাউজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি এস সি বিভাগের হেড ড. শেখ রাশেদ হায়দায় নুরী এবং ওয়াল্টন এর ম্যানেজিং ডাইরেক্টর খাজা ফয়সাল হক  সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।



প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজা খাতুন বলেন, আমাদের ট্যাঞ্জেবল রিসোর্স নেই কিন্তু আমাদের ইনট্যাঞ্জেবল রিসোর্স অনেক। আর তা হলো তোমরা (শিক্ষার্থীরা)। তোমরা ভর্তি পরিক্ষার একধাপ পেরিয়ে  বিশ্ববিদ্যালয় এসেছো। তোমরা নিজেদের প্রমাণ করেই এখানে (বিশ্ববিদ্যালয়ে) এসেছো। তোমরা হলে বেস্ট অফ দ্যা ন্যাসোন। আমি আগেও সলভার গ্রিনের অনুষ্ঠানে এসেছি, খুবেই ভালো উদ্যোগ ওদের,  টেকনোলজি নিয়ে কাজ করছে, ক্যাম্পাস কে এগিয়ে নিচ্ছে। আর তোমরা আজ যারা জিতেছো তোমাদের সবাই কে অভিনন্দন।


সংগঠনটিং সভাপতি খাইরুল বাসার বলেন, একবিংশ্ব শতাব্দীতে যে দেশ যত বেশি টেকনোলজি তে এগিয়েছে সে দেশ ততো বেশি উন্নত । আর সে জন্য প্রয়োজন সুযোগ সুবিধা সাথে একটি সুস্থ এবং টেক বান্ধব পরিবেশ ,টেক বান্ধব কালচার আর ঠিক সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই অল্পবয়স্ক পাবিপ্রবিতে কাজ করে যাচ্ছে সল্ভার গ্রিন এবং এ সকল কিছুর মধ্যস্থতার জন্য প্রয়োজন কমিউনিকেশন সেটিকে মাথায় রেখে প্রোগ্রামিং কন্টেস্ট , রোবটিক্স ওার্কশপ , বিভিন্ন ধরনের শিক্ষা মূলক টেক রিলেটেড কোর্স , বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কম্পিটিশন,  জব ফেয়ার ছাড়াও বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভাবছে এবং সেটি নিয়ে কাজ করার চেষ্টা করছে ।আশা করি আমরা একসাথে মিলে এগিয়ে যাবো এবং সামনে আরো বড় প্রোগ্রাম এরেঞ্জ করবো এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ক্ষুদ্র হইলে অবদান রাখার চেষ্টা করবো ইন শা আল্লাহ ।



সলভার গ্রিনের সলভার ফেস্টে পৃষ্ঠপোষকতা করছেন অনলাইন জাজ কোড পাঞ্জা।

আরও খবর


হরতালের পিকেটিং এ পাবিপ্রবি'র বাস ভাংচুর

১৭ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে






পাবিপ্রবিতে রোবটিক্স ল্যাবের উদ্বোধন

৬৪ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে