প্রকাশের সময়: 02-09-2023 03:33:17 pm
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ৩০ একরের ক্যাম্পাস। ২ সেপ্টেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে ক্লাস শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসে অংশ নিতে সকাল থেকে ছুটে আসে নবীন শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রথম দিন ক্লাসে শিক্ষার্থীদের সাথে তাদের পিতা-মাতা ও ক্যাম্পাসে এসেছেন। ১ম দিনের ক্লাসে ছিলো শিক্ষকদের পক্ষ থেকে নানাবিধ দিক নির্দেশনা। এছাড়াও ক্লাস শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা যায় উচ্ছাস উদ্দীপনা।
১৬ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৪ দিন ৩ মিনিট আগে
১৩১ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে