প্রকাশের সময়: 18-03-2023 03:10:37 pm
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ই মার্চ রোজ শনিবার সকাল এগারোটায় (১১ টায়) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা খান।
জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করে উদ্ধোধন করা হয়। সেই সাথে বেলুন এবং পায়রা উড়িয়ে উপ-উপাচার্য প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ।
চারদিন ব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য দৌড়, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফ, হার্ডেল, উচ্চলাফ, রিলে দৌড়, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, সাঁতার, যেমন খুশি তেমন সাজোসহ মোট আঠারোটি খেলা রয়েছে। এছাড়াও শিক্ষকদের জন্য হাঁড়ি ভাঙা, কর্মকর্তাদের জন্য টার্গেট বল নিক্ষেপ, কর্মচারীদের জন্য ১০০ মিটার দৌড় এবং ৮ বছরের কম বয়েসের শিশুদের জন্য ৮০ মিটার দৌড়, নারী শিক্ষক, কর্মকর্তা এবং অতিথিদের জন্য বাজনা থামলে বালিশ কোথায় খেলা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আমাদের নানান সীমাবদ্ধতাকে অতিক্রম করে গত বছরের ন্যায় এই বছরেও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করতে সক্ষম হয়েছে। যাদেরকে সামনে রেখে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, এই বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তাদের জন্য এই প্রতিযোগিতা।
১৬ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১২৪ দিন ৪ মিনিট আগে
১৩১ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে